শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গে দিল শিক্ষক

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা, ১২ নবেম্বর: পত্নীতলায় ৫ম শ্রেনীর এক ছাত্র ও পি,এস,সি পরীক্ষার্থী স্কুলের টেস্ট পরীক্ষায় ইংরেজী বিষয়ে নম্বর কম পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক বদ মেজাজী শিক্ষক তার এক ছাত্রের পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে বলে আহত ছাত্রের পরিবার অভিযোগে জানায়। স্কুল ম্যানেজিং কমিটি আহত স্কুল ছাত্রের পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে পত্নীতলা উপজেলা ইউনিয়নের হাসেন বেগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মোঃ গোলাম রব্বানী তার এক ছাত্র ইংরেজী বিষয়ে নম্বর কম পাওয়ায় বেত ও ডাস্টার দিয়ে পিটিয়ে তার ছাত্রের হাত ভেঙ্গে দিয়েছে বলে একাধিক অভিযোগ সূত্রে জানা গেছে। আহত ছাত্র শ্রী সঞ্জয় এক্কা অভিযোগে জানায় আমি এ বছর পি,এস,সি পরীক্ষা দিব, আমি টেস্ট পরীক্ষায় ১০০ নম্বর এর মধ্যে ৪৩ নম্বর পাওয়ায় আমার ইংরেজী শিক্ষক মোঃ গোলাম রব্বানী স্যার আমার উপর ক্ষিপ্ত হয়ে ক্লাস রুমে আমার বন্ধুদের সামনে আমাকে বেত দিয়ে মারতে লাগলে ভয়ে আমি ক্লাস রুম থেকে পালাতে লাগলে, মোঃ গোলাম রব্বানী স্যার আমাকে ডাস্টার ছুড়ে মারলে আমার ডান হাতের গিরায় লেগে আমার হাত ভেঙ্গে যায়, এতে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। সঞ্জয়ের পিতা- শ্রী নন্দলাল এক্কা জানায় আমার ছেলের আমি ন্যায় বিচার চাই। অনুসন্ধানে জানা গেছে আহত সঞ্জয়কে পত্নীতলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের কাছে নিয়ে আসা হলে তিনি নওগাঁ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠিয়ে দেয়। এ বিষয়ে পত্নীতলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দুষী শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে পত্নীতলা উপজেলার নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আহত ছাত্রের পরিবার অবশ্যই ন্যায় বিচার পাবে। স্কুল ম্যানেজিং কমিটি জানায় দোষী শিক্ষকের ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ