বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নেইমারের গোলে উরুগুয়েকে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: উরুগুয়েকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে প্রীতি ম্যাচটি ১-০ গোলে জেতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথম ১৪ মিনিটে একক প্রচেষ্টায় দলকে এগিয়ে নেওয়ার দুটি সুযোগ তৈরি করেছিলেন নেইমার। প্রথমবার পিএসজি ফরোয়ার্ডের ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। দ্বিতীয়বার তার দূরপাল্লার শট ক্রসবারের উপর দিয়ে যায়।

২২তম মিনিটে প্রথম সুযোগ পায় উরুগুয়ে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে লুইস সুয়ারেসের জোরালো শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে যায়। বিরতির ঠিক আগে এদিনসন কাভানির কাছ থেকে নেওয়া শটও কর্নারের বিনিময়ে রুখে দেন আলিসন।

৭৬তম মিনিটে স্পট কিকে জয়সূচক গোলটি করেন নেইমার। ডি-বক্সে দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ব্রাজিল। জাতীয় দলের হয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এটি ৬০তম গোল। এই নিয়ে টানা পাঁচ জয়ের পাশাপাশি ম্যাচগুলোতে নিজেদের জালও অক্ষত রাখলো ব্রাজিল। এই সময়ে প্রতিপক্ষের জালে মোট ১১ বার বল পাঠিয়েছে তারা। আগের চার ম্যাচে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব ও আর্জেন্টিনাকে হারিয়েছিল নেইমাররা।

অনলাইন আপডেট

আর্কাইভ