শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সানডের চিজোবার হ্যাটট্রিকে ফাইনালে আবাহনী

স্পোর্টস রিপোর্টার : ফেডারেশন কাপ ফুটবলের হ্যাটট্রিক শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁচ্ছে গেল গত দুই আসরের চ্যম্পিয়ন আবাহনী লিমিটেড। নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবার হ্যাটট্রিকের সুবাদে সেমিফাইনালে সহজেই পরাস্ত করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। গতকাল সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ৪-২ গোলের সহজ পার্থক্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা শুরু হলেও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। বিজয়ী দলের আক্রমণভাগের ফুটবলার সানডে ছাড়া অপর গোলটি করেন আফগানিস্তানের মাশি সাইঘানি। অপরদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে দুটি গোল করেছেন দিদারুল আলম। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে দু’দলই পুরো শক্তি নিয়ে মুখোমুখি হয়েছিল। তাই সেমিফাইনালের লড়াইটা দর্শকদের কাছে ছিল উপভোগ্য। অর্ধডজন গোলের ম্যাচে শেষ হাসি হেসেছেন আবাহনীর খেলোয়াড়রা। আকাশি-হলুদদের পরীক্ষিত ফরোয়ার্ড নাইজেরিয়ার সানডে জ্বলে উঠলেন গুরুত্বপূর্ণ ম্যাচে। হ্যাটট্রিক করে আবাহনীকে তুললেন ফাইনালমঞ্চে। আকাশি-হলুদদের নিয়ে গেলেন হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে।

ম্যাচের শুরু থেকেই খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২৪ মিনিটে শেখ জামালের গাম্বিয়ান খেলোয়াড় সলোমন কিংয়ের কাট ব্যাকে সতীর্থ কেউ শট নিতে পারেননি। দশ মিনিট পার্থক্যে রায়হানের লম্বা থ্রো ইন থেকে সানডে বক্সের ভেতর থেকেও বল রাখতে পারেননি পোস্টে। পরের মিনিটে বামপ্রান্ত থেকে আর্জেন্টাইন লুসিয়ানো পেরেজের ক্রস শাখওয়াত রনি মাথা ছোঁয়াতে পারলেই এগিয়ে যেতে পারতো শেখ জামাল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই যেন সব রোমাঞ্চ জমা ছিল। ম্যাচের ৬ গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।ম্যাচের ৫৬ মিনিটে রুবেল মিয়ার কর্নার থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দেন আফগানিস্তানের মাশি সাইঘানি। ৬৫ মিনিটে সানডে বল নিয়ে শেখ জামালের বক্সে ঢুকলে তাকে পেশী শক্তির বলে ফেলে দেন শ্যামল মিয়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সানডে গোল করে ব্যবধান ২-০ করেন।৭৯ মিনিটে দিদারুল গোল করে ব্যবধান কমালে জমে উঠে ম্যাচ। কিন্তু দুই মিনিট পরই ওয়ালি ফয়সালের ফ্রিকিকে হেডে গোল করে আবাহনীকে ৩-১ গোলে এগিয়ে দেন সানডে। তিন মিনিট পর আবার গোল। এবারো শেখ জামালের দিদারুল।আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেলের ভুলে খুব কাছ থেকে গোল করেন শেখ জামালের এ মিডফিল্ডার। ৮৬ মিনিটে সানডে হ্যাটট্রিক পূরণ করেন দুর্দান্ত এক গোলে। প্রায় ৩০ গজ দুর থেকে শট করে আবাহনীর জয়ের ব্যবধান ৪-২ করেন এ নাইজেরিয়ান ফরোয়ার্ড।ফেডারেশন কাপে এটি তৃতীয় হ্যাটট্রিক। আগের দুটি করেছেন বিজেএমসির উজবেক ফরোয়ার্ড ওটাবেক ও বসুন্ধরা কিংসের কোস্টারিকান প্লে মেকার কলিন্দ্রেস।

অনলাইন আপডেট

আর্কাইভ