শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুবির ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশ

খুলনা অফিস : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনুষ্ঠিত তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।  সোমবার দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, বি ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বেরত ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন  ঘোষের নিকট হস্তান্তর করা হয়। এরপর তা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে  দেওয়া হয়।
এ সময় বি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি আইন স্কুলের ডিন প্রফেসর ড.  মো. ওয়ালিউল হাসানাত, কমিটির সদস্য সচিব প্রফেসর ড.  মো. আব্দুল জব্বার এবং কমিটির সদস্য কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড.  শেখ  মো. রজিকুল ইসলাম, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ড. নিহার রঞ্জন সিংহ উপস্থিত ছিলেন। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ নবেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ