শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ফেনীতে ৪ দিনব্যাপী আয়কর মেলা

ফেনী সংবাদদাতা, ১৭ নবেম্বর: ‘উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন, উন্নয়নের শীর্ষে যাবো যথাযথ আয়কর দিব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। কুমিল্লা কর অঞ্চল ফেনী পরদর্শী রেঞ্জ-২ এর অতিরিক্ত কর কমিশনার হেমেল দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আলহাজ্ব আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন ফেনী কর অফিসের উপ-কর কমিশনার এ বি এম. কামরুল ইসলাম। ফেনী কর অফিসের কম্পিউটার অপারেটর রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী আয়কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খান, সাধারণ সম্পাদক জিয়াউল হক সেলিম, আয়কর আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী।
শেষে অতিথিবৃন্দ কেক কেটে চার দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করেন। মেলায় দুটি ব্যাংকের বুধ, কাষ্টমস, এক্সসাইজ ও ভ্যাট পরামর্শ বুথ, কর রিটার্ন গ্রহণ, টিআইএন, নতুন করদাতাদের সেবাসহ বিভিন্ন সেবা কার্যক্রমের সার্ভিস প্রদানের জন্য ৮টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এ মেলা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

অনলাইন আপডেট

আর্কাইভ