শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

নাটোরে সেই আরিফুরকে সংবর্ধনা

নাটোর সংবাদদাতা : মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পায়ে হেঁটে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেতুলিয়া থেকে টেকনাফ যাত্রা সফলভাবে শেষ করায় সেই আরিফুর রহমান কনককে বিভিন্ন সংগঠন সংবর্ধনা দিয়েছে। রোববার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কসবে মালঞ্চির প্রত্যাশা ক্লাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রত্যাশা ক্লাব, চাকুরীজীবী কল্যাণ সমিতি, কৃষক সমিতি ও স্থানীয় ইউপি সদস্যের পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে আরিফুর রহমানের ব্যতিক্রমী প্রচারণার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তার এ কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে সমাজকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। তাছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই মাদকমুক্ত থাকার শপথ গ্রহন করেন। এদিকে অনুষ্ঠানে আরিফুর রহমান তার পদযাত্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, তিনি নিজেই ১৯ বছর ধরে মাদক সেবন করে মাদকের ভয়াবহতা সম্পর্কে বুঝেছেন। তাই সমাজকে মাদক থেকে দূরে রাখতে তিনি আন্দোলন শুরু করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ