শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নিউ ক্যালেডোনিয়া উপকূলে ভয়াবহ ভূমিকম্প সুনামি সতর্কতা জারি

৫ ডিসেম্বর, রয়টার্স : পূর্ব উপকূলীয় মহাসাগরের তলদেশে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে ফ্রান্সের অধীনস্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়া। গত বুধবার এই সতর্কতা জারি করে দ্বীপটির উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউ ক্যালেডোনিয়ার অন্তর্গত লয়ালিটি দ্বীপপুঞ্জের ১৫৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পকটির উৎপত্তি বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) । লোকজনকে উপকূল থেকে ৩০০ মিটার ভিতরে চলে যেতে ও সম্ভব হলে ১২ মিটার উঁচু স্থানে অবস্থান করার নির্দেশনা দিয়েছে নিউ ক্যালেডোনিয়ার কর্তৃপক্ষ।

দ্বীপপুঞ্জটির বেসামরিক প্রতিরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো পরিমাপ করতে পারেননি তারা। পিটিডব্লিউসি বলেছে, “নিউ ক্যালেডোনিয়া ও ভানুয়াতুর কিছু উপকূলে সুনামির ঢেউগুলো স্বাভাবিক জোয়ারের ঢেউয়ের চেয়ে এক থেকে তিন মিটার উঁচু হতে পারে।”

অনলাইন আপডেট

আর্কাইভ