বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ফটিকছড়িতে এস.এস.সি পরীক্ষা দেওয়ার দাবীতে ছাত্রদের বিক্ষোভ

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা, ৫ ডিসেম্বর: ফটিকছড়ি এস.এস.সি পরিক্ষা দেওয়ার দাবীতে বিক্ষোভ করেছে ছাত্ররা।
জানা যায়, উপজেলার সুয়াবিল উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্ররা এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে  টায়ার পুড়িয়ে আজ ৪ ডিসেম্বর  বিক্ষোভ করছে এবং প্রধান শিক্ষক বরাবর দাবী জানিয়েছেন।
স্কুল সুত্রে জানা যায়,এস এস সি পরিক্ষা দেওয়ার জন্য ২৩২ জন ছাত্র নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণ করে। ২৭ জন ছাত্র পরীক্ষায় অকৃতকার্য হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফজলুল হক বলেন, নির্বাচনী পরিক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্রারা তাদের এস এস সি পরিক্ষার  অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবী নিয়ে আসছে। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাহেবকে অবগত করেছি।
এ ব্যাপারে উক্ত এলাকার কাউন্সিলর ছৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, নির্বাচনী পরিক্ষায় অকৃতকার্য ছাত্ররা দাবী জানিয় আন্দোলন করছে শুনেছি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, শুনেছি তবে তেমন কিছু হয়নি, নির্বাচনী পরিক্ষায় অকৃতকার্য ছাত্ররা প্রধান শিক্ষকের নিকট এস এস সি পরীক্ষার ফরম পূরণ করার দাবী নিয়ে আসছে। তাদের দাবী পূরণের সে সুযোগ আর নাই।

অনলাইন আপডেট

আর্কাইভ