শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রাজাপুরে পুলিশবাহী বাস দুর্ঘটনায় নারী পুলিশসহ আহত ২০

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ বহনকারী বাস দুর্ঘটনায় নারী পুলিশসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার নৈকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, রাতে বিকল শব্দ শুনে বের হয়ে দেখতে পায় পুলিশ বহনকরা গাড়ি (চট্রগ্রাম জ-০০৭৯) রাস্তার পাসে থাকা গাছের সাথে বেজে আছে এবং অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, বরিশাল মেট্টোপলিটন পুলিশ সদস্যরা খুলনা থেকে ফায়ারিং শেষ করে বরিশালে ফেরার পথে উপজেলার নৈকাঠি এলাক্য়া পৌছালে বাসের সামনের চাকা খুলে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগলে গাড়ি ধুমরে মুছরে যায়। আর এতে প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়। আহতরা হলেন এএসআই হাফিজ, কনেষ্টবল মাহফুজ, লিমা, সুরাইয়া, আফরোজা, সুরমা, মরিয়ম, ময়না, সনিয়া, তামান্না, শামীমা, তন্নিসহ প্রমূখ। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল খায়ের রাসেল জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে।
দুই মাদক সেবনকারী আটক: ঝালকাঠির রাজাপুরে দুই মাদক সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার পুর্ব ফুলহার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আলমগীর শরীফের ছেলে মমিনুল ও নলছিটি মালুহার গ্রামের মৃত আলাউদ্দিন হাওলাদারের ছেলে সুজন । এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, আটকদের কাছে ১৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ কারনে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নম্বর ০৫। আসামীদের রবিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণধ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ