বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

নীলফামারীতে সরকারি নির্মাণকাজে বাধা জনপ্রতিনিধি’র থানায় অভিযোগ

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীতে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সরকারি রাস্তায় ইউড্রেন নির্মাণের সরকারি কাজে বাধার সৃষ্টি করেছে কতিপয় দুষ্কৃতিকারী ও একটি সংঘবদ্ধ চক্র। এ কারণেই গত ৫ মাস ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। রাস্তা কেটে নির্মাণ কাজ শুরু করায় গত ৫ মাস ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। সরকারি নির্মাণ কাজে বাধাপ্রাপ্ত হয়ে অসহায় ইউপি চেয়ারম্যান এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী গ্রামে। জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল হাচানের থানায় দায়ের করা অভিযোগে জানা যায়,  জোড়াবাড়ী গ্রামের ৩ নং ওয়ার্ডে স্টেশন সংলগ্ন জনসাধারণের চলাচলের সরকারি রাস্তায় গত ২০ জুলাই/১৮ একটি ইউড্রেন নির্মাণ কাজ শুরু করে। এ সময় হঠাৎ করে এলাকার সংঘবদ্ধ চক্রের মূল হোতা চিহ্নিত দুষ্কৃৃতিকারী নজির হোসেন এর ছেলে আব্দুর রাজ্জাক রাজু ও মৃত জালাল শেখের ছেলে শামছুল শেখ ভাটিয়া তাদের দলবল নিয়ে ঘটনাস্থলে এসে নির্মাণকাজে অজ্ঞাত কারণে বাধা সৃষ্টি করে এবং উপস্থিত ইউপি চেয়ারম্যান সহ অন্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করে। এর পরেই দুষ্কৃৃতিকারীগণ ওই ইউড্রেনটি নির্মাণ বন্ধ করতে ডোমার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করে। অভিযোগপ্রাপিÍর পর নির্বাহী অফিসার ইউড্রেন নির্মাণের যৌক্তিকতা নিয়ে একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটি ইউড্রেন নির্মাণের যথার্থতা যাচাইপুর্বক ওই স্থানে ইউড্রেন নির্মাণের সুপারিশ প্রদান করে। তদন্ত কমিটি ইউড্রেন না থাকায় ওই স্থানে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং রাস্তা ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের স্বীকার হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন এবং ইউড্রেন নির্মাণ বন্ধ করাকে অযৌক্তিক দাবী করেন। তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর  ডোমার উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গত ৫ ডিসেম্বর ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে ইউড্রেন নির্মাণের কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সহ নির্মাণকাজের ঢালাই শুরু করেন। আবারও ওই সংঘবদ্ধ চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসে নির্মাণকাজে বাধা সৃষ্টি করে এবং নির্মাণ সামগ্রী তছনছ করার পাশাপাশি নির্মাণ উপকরণ ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া ইউপি চেয়ারম্যান ও উপস্থিত ব্যক্তিদের খুন ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাসানোর হুমকি প্রদান করেন। এর ফলে পুনরায় বন্ধ হয়ে যায় ওই সড়কে জনসাধারণের জন্য অতীব গুরুত্বপূর্ণ ইউড্রেনের নির্মাণকাজ। জনসাধারণের দুঃখ রয়ে যায় সেই তিমিরে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল হাচান ও এলাকাবাসী বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ