বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আমি কখনো গণমাধ্যমের বিষয়ে ভীত ছিলাম না -----মনমোহন সিং

 ১৯ ডিসেম্বর, টাইমস অব ইন্ডিয়া :  ‘আমাকে নীরব প্রধানমন্ত্রী বলা হতো কিন্তু আমি গণমাধ্যমের বিষয়ে ভীত ছিলাম না। অপরদিকে, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই গণমাধ্যমের কাছে নতি স্বীকার করে যাচ্ছেন’ বলে মন্তব্য করেছেন ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

মনমোহন মঙ্গলবার তার লেখা বই ‘ চেইঞ্জিং ইন্ডিয়া’র মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বলেন, ‘আমি বরাবরই গণমাধ্যমে কথা বলতাম। আমি বিদেশ সফরে যাত্রার শুরুতে একবার বৈঠক শেষে একবার এবং সফর শেষে দেশে ফিরেও সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হতাম। সাংবাদিকদের প্রশ্ন করতেও যথেষ্ট সুযোগ দিতাম।’ তিনি আরো বলেন, ‘মানুষ আমাকে বলতো একজন নীরব প্রধানমন্ত্রী। কিন্তু আমি নিয়মিতই সাংবাদিকদের মুখোমুখি হতাম।  আমার সকল সাংবাদিক সম্মেলনের ব্যাপারে এই বইটিতে বিস্তারিত লেখা হয়েছে। আমি কখনোই প্রধানমন্ত্রী হিসেবে আমার অর্জন নিয়ে গর্ব করতে চাইনি এবং নিজের প্রচারও করতে চাইনি। তবে আমার এই বইটি আপনাদের সাথে কথা বলবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ