শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন নিয়ম

নতুন নিয়ম ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ওপেন। আগামী বছর শুরু হতে যাওয়া আসরে প্রথমবার ফাইনাল সেটে টাইব্রেক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। অ্যাডভানটেজ ফাইনাল সেটের বর্তমান ধারা থেকে সরে আসতে ১০ পয়েন্টের টাইব্রেক পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাকে বলা হচ্ছে সুপার টাইব্রেক। 

ফাইনাল সেটে ব্যবধান ৬-৬ হলে তখন ১০ পয়েন্টের টাইব্রেক হবে। আর সবার আগে যার ১০ পয়েন্ট হবে সেই হবে বিজয়ী। এই বছরের কেভিন অ্যান্ডারসন ও জন ইসনারের দীর্ঘ ফাইনাল সেটই বাধ্য করেছে তাদের এমন করে ভাবতে। তিন ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে দক্ষিণ আফ্রিকান অ্যান্ডারসন ফাইনাল সেট জেতেন ২৬-২৪ ব্যবধানে। অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেগ টিলে জানান, ‘ছয় গেমের ফাইনালে ১০ পয়েন্টের টাইব্রেক নেয়া হবে। যাতে ভক্তরা প্রতিযোগিতার আনন্দ পান। একই সঙ্গে এই টাইব্রেক সার্ভের একক আধিপত্য কমিয়ে দেবে যেটা ছোটো টাইব্রেকে বেশি ছিলো।’

এরফলে চারটি গ্র্যান্ড স্লামই বিজয়ী নির্ধারণে এখন থেকে চারটি ভিন্ন স্কোরিং পদ্ধিতে চলতে যাচ্ছে। যেখানে প্রতিটিরই আলাদা ভিন্নতা আছে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ