বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

একদিন বিরতি দিয়ে আজ আবার বিপিএল শুরু

স্পোর্টস রিপোর্টার : একদিন বিরতি দিয়ে আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। আজ তৃতীয় দিনেও যথারীতি হবে  দুইটি ম্যাচ। দুপুর ১২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। অন্যদিকে বিকেল ৫.২০ মিনিটে স্টিভেন স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে। আজ মাঠে নামা চারটি দলেরমধ্যে একমাত্র দুট ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। একটিতে হেরে একটি ম্যাচ জিতেছে দলটি। বাকি তিনটি দলের মধ্যে ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় দিয়ে শুরু করলেও প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করেছে খুলনা টাইটানস। এদিকে ক্রিস গেইলকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও খেলাতে পারেনি রংপুর রাইডার্স। তবে আজ রংপুরের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গেইলের মাঠে নামা তাই নিশ্চিতই। কারণ এসে গেছে ক্যারিবীয় ব্যাটসম্যানের অনাপত্তিপত্র। আর গেইল থাকা মানেই প্রতিপক্ষ দলের জন্য একধরনের বাড়তি চাপ। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে গেইল কী করতে পারেন, তা সবারই জানা। বিপিএলের কথাই ধরুন। এই টুর্নামেন্টে অন্য কোনো ব্যাটসম্যানের যেখানে একের অধিক সেঞ্চুরি নেই, সেখানে গেইলের সেঞ্চুরি পাঁচ-পাঁচটি! যার দুটি আবার গত বিপিএলে রংপুরের শেষ তিন ম্যাচে। এলিমিনেটর ম্যাচে গেইলের মাত্র ৫১ বলে ১২৬ রানের বিস্ফোরক ইনিংসে খুলনার দেওয়া ১৬৭ রানের লক্ষ্যটা রংপুর পেরিয়ে গিয়েছিল ৮ উইকেট ও ২৮ বল হাতে রেখেই। সেমিফাইনালে পরিণত হওয়া পরের ম্যাচে অবশ্য গেইলের ব্যাট হাসেনি। তবে দ্বিতীয়  কোয়ালিফায়ার নামের সেই ম্যাচে গেইলের স্বদেশী জনসন চার্লসের সেঞ্চুরিতে কুমিল্লা-বাধা টপকে যায় রংপুর। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আবার ঝড় ওঠে গেইলের ব্যাটে। এবার তার ৬৯ বলে খেলা অপরাজিত ১৪৬ রানের টর্নেডো ইনিংস রংপুরকে এনে দেয় দুইশ ছাড়ানো পুঁজি। সেই পুঁজি নিয়েই প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের উৎসবে মাতে রংপুর শিবির। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ৮ রানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। রংপুরের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার পল স্টার্লিংয়ের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও জয় তুলতে পারেনি তারা। এদিকে রাজশাহী কিংসকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে সাকিব আল হাসানের ঢাকা। ওই ম্যাচে আফগান তরুণ হজরতুল্লাহ জাজাইর বিস্ফোরক ব্যাটিং ও শেষ দিকে শুভাগত হোমের ঝড়ে বড় সংগ্রহ পায় তারা। এদিকে বল হাতে দারুণ সাফল্য দেখিয়েছেন রুবেল  হোসেন। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দারুণ উজ্জীবিতই থাকবে দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ও রংপুর। কুমিল্লা তাদের প্রথম ম্যাচে হারিয়েছে সিলেটকে। কুমিল্লার অধিনায়কত্ব করার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু ম্যাচের আগের দিন বদল হয় সিদ্ধান্ত। দলটির নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ। তার নেতৃত্বে প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে কুমিল্লা। এদিকে বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। টুর্নামেন্টের ৫টি আসরের মধ্যে প্রথম চারটি আসরের ট্রফিই উঠেছে তার হাতে। যদিও চলতি আসরটা হার দিয়ে শুরু করেছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক। উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হেরেছে রংপুর। কিন্তু রোববার দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে ৮ রানের জয় তুলে নিয়েছে মাশরাফির দল। দুর্দান্ত উদ্বোধনী জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল খুলনা টাইটানস। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারাতে পারেনি তারা। তাই বিপিএলে শুরুটাও ভালো হয়নিপ্রথম ম্যাচে ৮ রানে হারের দুঃখ ভুলে দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে মাহমুদউল্রাহ। আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সতীর্থদের আরও আগ্রাসী হওয়ার আহ্বান জানিয়েছেন খুলনার অধিনায়ক। রংপুর ম্যাচের ভুল শুধরে মাঠে নামার সংকল্প জানিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এখন থেকে আমাদের জন্য প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। মাঠে  নেমে পরিকল্পনা বাস্তবায়নের ওপরে নির্ভর করছে আমাদের সাফল্য। প্রথম ম্যাচে আমরা জিততে পারিনি। দ্বিতীয় ম্যাচে তাই আমাদের আরও আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামতে হবে, প্রত্যেককে বাড়তি দায়িত্ব নিতে হবে।’ বিপিএলের শুরুতে খুলনার ঠিক বিপরীত অভিজ্ঞতা হয়েছে ঢাকার। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজশাহী কিংসকে ৮৩ রানে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ নিয়ে মাহমুদউল্লাহ তাই ভীষণ সতর্ক, ‘কাগজে-কলমে ঢাকা খুব ভালো দল। প্রথম ম্যাচে তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগই অসাধারণ  খেলেছে। আশা করি, ইতিবাচক মানসিকতা নিয়ে ঢাকার বিপক্ষে নামতে পারবো আমরা।’

অনলাইন আপডেট

আর্কাইভ