শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

স ম য়ে র ছ ড়া

বেকার
মোঃ জাহাঙ্গীর আলম

গরিব ঘরে জন্ম নিয়ে
গ্রামে করি বাস,
প্রিয় বাবার দুঃখ কষ্টে
কাটে বারো মাস।

মা-জননী অন্য বাড়ি
করে ঠিকা কাজ,
দুঃখের কথা বলতে গেলে
লাগে ভিষন লাজ।

পড়াশুনায় ভালো থেকেও
চাকরি আমার নাই,
চাকরি নিতে লক্ষ টাকা
কোথায় আমি পাই?

বাবা-মায়ের স্বপ্নগুলো
রয়ে গেলো বুকে,
চাকরি পাবো আশায় আশায়
মরছি ধুকে ধুকে।

আমার মত ডিগ্রিধারী
হাজার বেকার আছে,
বোঝা হয়ে আছে সবাই
বাবা মায়ের কাছে।

অনলাইন আপডেট

আর্কাইভ