শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : ঘনকুয়াশার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ৬ ঘণ্টা ফেরী চলাচল বন্ধ থাকে । আর এতে করে এ নৌ-রুটের শিমুলিয়া ও কাঠালবাড়ী ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় চারশতাধীক যানবাহন। আর এর মধ্যে শিমুলিয়া ঘাটেই রয়েছে তিনশতাধিকের উপরে যানবাহন। এসবের মধ্যে পন্যবাহী ট্রাক, কভাটভ্যান ও ছোট যানবাহনের সংখ্যাাই বেশি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে জানাযায় ১২ জানুয়ারি শনিবার ভোর ৪ টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ নৌ-রুটের পদ্মার অববাহিকায় কুয়াশার চাদরে ঢেকে গেলে এ নৌ-রুটের ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। এ সময়ে কুয়াশার কবলে পরে রোরো ফেরি বীর শেষ্ঠ জাহাঙ্গীর, এনায়েতপুরী ঠেলা ফেরি, রানীগঞ্জ কেটাইপ ফেরি কাকলী, কিশোরীসহ বেশকটি ফেরি যানবাহনসহ মাঝ নদীতে আটকা পরে। পরে সকাল ১০ টার দিকে কুয়াশা কেটে ফেরিগুলো যানবাহনসহ ঘাটে পৌছায় ।এভাবে ঘন কুয়াশার কারনে ৬ ঘন্টা এ নৌ-রুটের ফেরী চলাচল বন্ধ হয়ে যাওয়া শিমুলিয়া ও কাঠালবাড়ী ঘাটে দেখাদেয় তীব্র যানজট আর এতে করে পারাপারের অপেক্ষায় থাকে প্রায় ৪ শতাধিক যানবাহন। বিআইডব্লিইটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানায় বর্তমানে রোরো ফেরী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেরামতআলী, এনায়েতপুরী, কেটাইপ ফেরি কুমিল্লা, ক্যামেলিয়া, কিশোরী,কাকলী, ছোট ফেরি কর্নফুলী ও ঠেলা ফেরি লেটিংসহ মোট ১৬ টি ফেরি চলাচল করছে এ নৌ-রুটে। তবে এসব ফেরীগুলো বিরামহীন ভাবে চলাচল করতে পারলে ঘাটে কোন যানবাহন পারাপারের অপেক্ষায় থাকবে না।

অনলাইন আপডেট

আর্কাইভ