শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আমেনা নীট ফ্যাশনের শ্রমিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ সংবাদদাতা, ১১ জানুয়ারি: অবৈধভাবে ১৫০ জন চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল অন্যথায় প্রাপ্য পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে আমেনা নীট ফ্যাশনের শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি সাইফুল ইসলাম শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, গাবতলী শাখার সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম। মানববন্ধনে বক্তারা বলেন, আমেনা নীট ফ্যাশনের দেড় শতাধিক শ্রমিদের বিনা কারণে অবৈধভাবে ছাটাই করে দেয়া হয়েছে। তাদের প্রাপ্য পাওনাও পরিশোধ করা হচ্ছে না। দেশের সবাই আইন মানতে বাধ্য। সরকারের ঘোষিত মজুরি অনুযায়ী তারা ঘোষণা দিলেও মজুরি দেয়ার সময় তারা নিজেদের ইচ্ছেমতো মজুরি প্রদান করছে। এই বিষয় কিছু বলতে গেলে চাকুরিচ্যুত করে এবং প্রাপ্য পাওনা পরিশোধ করে না। তিনি আরও বলেন, ‘সরকার একের পর এক আইন প্রণয়ন করে আর মালিক একের পর এক আইন ভঙ্গ করে। আজকের দিনে একজন শ্রমিককে শুধু সিদ্ধ চাল আর আলু খেয়ে বেঁচে থাকতে হলেও তার ১৮ হাজার টাকা প্রয়োজন। কিন্তু তারা যখন ইচ্ছা হচ্ছে শ্রমিক ছাঁটাই করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমেনা নীট ফ্যাশনের শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের অথবা প্রাপ্য পাওনা পরিশোধের দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে প্রেসক্লাবের থেকে চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত একটি একটি মিছিল করেন তারা।

অনলাইন আপডেট

আর্কাইভ