বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বগুড়ার কাহালুতে ব্যবসায়ী সৈয়দ আপেল মাহমুদের মৃতদেহ উদ্ধার

কাহালু (বগুড়া) সংবাদদাতা : বৃহস্পতিবার রাতে বগুড়ার কাহালু থানা পুলিশ কালাই ইউনয়ন পরিষদস্থ বারমাইল টু নামুজাগামী পিলকুঞ্জ মৌজার ছাতারপুকুর নামীয় পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা এক আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শুক্রবার সকালে কাহালু থানার এস আই হির্মাদ্রী ডেভিড বর্মা অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহের ছবি ফেসবুকে ছাড়িয়ে দেন। ফেসবুকে ছবি দেখে তার আত্মীয়-স্বজন দ্রুত কাহালু থানায় পৌঁছিয়া থানা চত্বরে রাখা সৈয়দ আপেল মাহমুদ (২৯) এর মৃতদেহ সনাক্ত করেন তার চাচা সৈয়দ আব্দুল করিম ও অন্যান্য আত্মীয় স্বজন। এদিকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের মা আয়েশা বেগম শুক্রবার দুপুরে হাসপাতালে মারা গেছেন। আয়েশা বেগম বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিহত সৈয়দ আপেল মাহমুদ গাইবন্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মোগলটুলি কামারদহ গ্রামের সৈয়দ আব্দুল ওহাব ওরফে ডিপটি মিয়ার পুত্র। পুলিশ ও মামলার অভিযোগে জানা যায়, নিহত আপেল মাহমুদের মা বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন রাতে আপেল মাহমুদ মায়ের সঙ্গেই ছিলেন। রাতে কে বা কারা মুঠোফোনে আপেল মাহমুদকে ডেকে নিয়ে যায়। দুর্বৃত্তরা আপেলকে গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে কাহালুর কালাই পিলকুঞ্জ মৌজার ছাতারপুকুর নামীয় পাকা রাস্তার পাশে ফেলে দেয়।
রাতেই পুলিশ খবর পেয়ে আপেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার দুপুরে নিহতের চাচা সৈয়দ আব্দুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কাহালু থানার এস আই হির্মাদ্রী ডেভিড বর্মা বলেন, সিনথেটিক ফাইবার জাতীয় ট্রাউজারের ফিতা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আপেলকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ফেসবুকে সংবাদ দেওয়ার পর শুক্রবার সকালে পরিবারের লোকজন থানায় এসে লাশটি সনাক্ত করেছে।            
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গত শুক্রবার বগুড়ার কাহালু পৌরসভার গোয়াল পুকুর এলাকায় তাসনিম আলম নামক ২ বছর ৩ মাসের শিশু বাসার পাশের গোয়াল (জয়সারা) পুকুরে ডুবে মারা যায়। জানা যায় শিশুটি দুপুরে খেলার সময় সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরে শিশুটিকে পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। তাসনিম আলম কাহালু পৌরসভার গোয়ালপুকুর (জয়সারা) গ্রামের সামছুল হুদা ফুরাদ এর পুত্র।

অনলাইন আপডেট

আর্কাইভ