বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ব্রাহ্মণবাড়িয়ায় বরবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫ বরসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে মহিলাসহ ৫জন নিহত হয়েছেন। এসময় বরসহ ৩জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। জানা যায়, বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ঢাকার খিলগাঁও থেকে সিলেটে যাবার সময় দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উপজেলার ইসলামপুরের বীরপাশা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-৯৮৩১) খাদে পড়ে যায়। নিহতরা হলেন ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামাল (৩২), একই এলাকার অপু মিয়া (৩০) ও তার স্ত্রী ঝুমুর বেগম (২৫), রাজিন সালেহিন লিটন (২৮) ও পরশ মিয়া (২৫)। দুর্ঘটনায় বর আশরাফুল ইসলামসহ (২৫) তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত মুনতাসির জানান, ঢাকার দক্ষিণ গোড়ান থেকে বর নিয়ে সিলেট উপশহর যাওয়ার পথে দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হোসেন সরকার জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। পরে সেটি খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এ সময় আরোহী অন্তত ৩জন গুরুত্বর আহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক নবীর আলীকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক  মেডিকেল অফিসার নাদিরুজ্জামান জানান, হাসপাতালে আনার পথে চারজন এবং হাসপাতালে একজন মারা যান।

অনলাইন আপডেট

আর্কাইভ