বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বন্দরে পুলিশ সোর্সের চাঁদাবাজি

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ সোর্স সোহেলকে কুপিয়ে আহত করার মামলাকে পুঁজি করে অর্থ আদায়ের মিশনে নেমেছে আহত সোর্স ও তার স্ত্রী মামলার বাদিনী তানিয়া আক্তার। সাংবাদিকদের কাছে এমন কথা জানিয়েছে হয়রানির শিকার আনোয়ার হোসেন ও তার পরিবার। খোঁজ নিয়ে জানা গেছে, বন্দর থানার সালেহনগর এলাকার পুলিশ সোর্স সোহেলের সাথে বন্দর উত্তর কলাবাগ এলাকার ফয়সাল ওরফে ছোট ফয়সালের পূর্ব শত্রুতা চলছিল। এর জের ধরে ৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় ফয়সাল ও তার সহযোগীরা দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকায় পুলিশ সোর্স সোহেলকে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে আহত পুলিশ সোর্স সোহেলের স্ত্রী বাদী হয়ে আসামী ছোট ফয়সালের ৩ বোন মিতু, সেতু ও মিম আনোয়ার হোসেন রায়েট ও তার স্ত্রীকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন। এলাকাবাসী জানিয়েছে, ছোট ফয়সালসহ তার সহযোগীরা পুলিশ সোর্স সোহেলকে জখম করে। কিন্তু ছোট ফয়সালের ৩ বোন এ ঘটনার সাথে জড়িত না। তারা এখানে কেউ থাকে না। এ ছাড়াও কল্যান্দী এলাকার আক্তার হোসেন জানান, নিরীহ আনোয়ার হোসেন ওরফে রায়েট মদনপুর ফুলহরস্থ ইউনাইটেড এপারেলর্স সেমপল ম্যান হিসেবে কাজ করে আসছে। ৭ জানুয়ারি তিনি তার কর্মস্থলে। অথচ তাকে ও তার স্ত্রীকে অহেতুক মামলা দিয়ে হায়রানি করছে পুলিশ সোর্স সোহেল তার স্ত্রী। এ ছাড়াও পুলিশ সোর্স সোহেল গত ১০ জানুয়ারি আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে মামলা দিবেনা বলে তাদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিয়েছে বলে তিনি  জানান। পুলিশ সোর্স সোহেলের অত্যাচার  থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনর্চাজ আজহারুল ইসলাম সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী পরিবার।

অনলাইন আপডেট

আর্কাইভ