বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

পিএইচপি কুরআনের আলো’১৯ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পি এইচ পি কুরআনের আলো প্রতিভা সন্ধানে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাটি ১১তম বারের মত আবারো শুরু। সর্বপ্রথম টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাটি শুরু হয় ২০০৯ সালে। এই হিফজুল কুরআন অনুষ্ঠানটি ইতি মধ্যেই দেশে-বিদেশে অত্যন্ত সুনাম অর্জন করেছে এবং পি এইচ পি কুরআনের আলো প্রতিযোগিতার বেশ কয়েক জন প্রতিযোগী বিশ্ব চ্যাম্পিয়ানসহ দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পি এইচ পি কুরআনের আলো প্রতিভা সন্ধানের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন, পিএইচপি পরিবারের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, কুরআনের আলো অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ আবু ইউসুফ, হাফেজ কারী জহিরুল ইসলাম, মহিউদ্দিন প্রমুখ। 

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, এই প্রতিযোগিতার কারণে কুরআন প্রেমিক মানুষদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এবং নিজেদের সন্তানদেরকে কুরআনের হাফেজ বানানোর জন্য উদ্বুদ্ধ হচ্ছে, এবং প্রশাসন থেকে শুরু করে সর্ব স্তরের জনগণ এই অনুষ্ঠানকে সফল করার জন্য এগিয়ে এসেছে। দেশের ৬৪টি জেলা থেকে  মেধাবী হাফেজদেরকে বাছাই করা হয়। তারপর বিভাগীয় ভাবে চুড়ান্তা বাছাই করে টেলিভিশনে পারফর্ম করার সুযোগ প্রধান করা হয়। পি এইচ পি কুরআনের আলোয় বিজয়ী হাফেজের জন্য পুরস্কার হিসেবে থাকছে নগদ ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা ও ওস্তাদসহ পবিত্র মক্কা মদিনা জিয়ারতের অপূর্ব সুযোগ। দ্বিতীয় স্থান অধিকারের জন্য থাকছে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা ও পবিত্র ওমরা পালনের সুযোগ। তৃতীয় স্থান অধিকারের জন্য থাকছে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ও পবিত্র ওমরা পালনের সুযোগ। চতুর্থ  থেকে দশম সবার জন্য থাকছে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পুরস্কার। আরো আকর্ষণীয় পুরস্কার থাকছে রহিমা আফরোজ আগুরার পক্ষ থেকে। এছাড়াও পি এইচ পি পরিবারের পক্ষ থেকে প্রথম বিজয়ী প্রতিযোগী উস্তাদদের জন্য থাকছে আকর্ষণীয় মটর সাইকেল। ২০১৯ পি এইচ পি কুরআনের আলো অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর পি এইচ পি ফ্যামেলি, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, ইনফিনিটি ম্যাগামল, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, স্মার্ট একটিভ গোল্ড মেহেদী, রয়েল  মেটাল ইন্ডাষ্টিজ লিঃ, পুরস্কার স্পন্সর বাংলা ক্যাট, পোশাক স্পন্সর আহমাদুল্লাহ ট্রাষ্ট। মিডিয়া পার্টনার এনটিভি। অনুষ্ঠান আয়োজনে কুরআনের আলো ফাউন্ডেশন ও লাইট ইনসাইড। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ ফ্রেব্রুয়ারি পর্যন্ত।

অনলাইন আপডেট

আর্কাইভ