বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মালয়েশিয়ান হকি লিগে খেলতে যাচ্ছেন জিমি ও শিতুল!

স্পোর্টস রিপোর্টার: মালয়েশিয়ান হকি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই খেলোয়াড় ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি ও ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল। বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা আগেও রয়েছে জিমিদের। জার্মান লিগে খেলেছেন জিমিসহ বাংলাদেশের একাধিক হকি খেলোয়াড়। মালয়েশিয়ায় জিমি ও শিতুল ইউনিভার্সিটি টেকনোলজি মারা দলের হয়ে খেলবেন বলে আলোচনা চূড়ান্ত করেছেন। ফেডারেশনের অনুমোদন পেলেই তারা রওয়ানা হবেন মালয়েশিয়ায়। গত ৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় হকি লিগ শুরু হয়েছে। যা আগামী ২ মার্চ পর্যন্ত চলবে। অনুমতি বিলম্ব হওয়ায় কিছুটা বিপাকে পড়েছে তারা। কারণ তাদের ছাড়াই দলটি লিগে খেলছে। এ নিয়ে তাদের মাঝে হতাশাও আছে। জাতীয় দলের অধিনায়ক শিতুল বলেছেন, ‘দেশের বাইরে লিগ খেলতে পারলে আমরা নিজেদের আরও উন্নতি করতে পারতাম। তবে এখনও আশা ছাড়িনি, ফেডারেশন চেষ্টা করছে।’ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যেন ওরা দেশের বাইরে লিগ খেলতে পারে।’

মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি দলের কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি বাংলাদেশের দুই খেলোয়াড়কে না পেয়ে হতাশ। তিনি বলেছেন, ‘মালয়েশিয়ান লিগে বিশ্বের সেরা খেলোয়াড়রা অংশ নিয়ে থাকে। বাংলাদেশের দুই খেলোয়াড় এখানে খেলতে পারলে নিজেদের আরও উন্নতি করতে পারতো। সবার নজরে আসতে পারতো। কিন্তু এখন যদি তাদের না পাই, তাহলে সেটা হবে দুঃখজনক।’ ভবিষ্যতে বাংলাদেশের খেলোয়াড়রা মালয়েশিয়া লিগে খেলার সুযোগ হারাতে পারে বলেও ইঙ্গিত তার। বাংলাদেশ হকি দলের সাবেক এই কোচের বক্তব্য, ‘বাংলাদেশের দুজন খেলোয়াড় এই আসরে খেলার জন্য নিবন্ধন করেছে। এখন তাদের ছাড়াই দলটি খেলছে। শেষ পর্যন্ত যদি চলমান লিগে বাংলাদেশ থেকে আমরা খেলোয়াড় না পাই, তাহলে ভবিষ্যতে হয়তো আর কোনও খেলোয়াড়ের ডাক আসবে না। অনেকটাই নিষিদ্ধ থাকবে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

অনলাইন আপডেট

আর্কাইভ