বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল  মঙ্গলবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
দুদক সূত্র জানায়, মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০১৭ সালের ১৫ মে মামলাটি হয়। একই বছরের ১০ আগস্ট মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলা করেন দুদকের একই কর্মকর্তা। তার বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
দুটি মামলার তদন্ত করেন সংস্থাটির আরেক উপপরিচালক সৈয়দ আহমেদ। তার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দেয় বলে দুদক জানিয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ