শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

ছোট মহেশখালীতে

সন্ত্রাসীদের হামলায় যুবকের মৃত্যু
কামাল মহেশখালী, ২৭ জানুয়ারী : মহেশখালী উপজেলা ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিনকূল এলাকায় সন্ত্রাসীদের হামলায় যুবক আব্দুল কাদের(২৫) নিহত। ২১ই জানুয়ারী দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। পূর্বশত্রুতার জেরধরে ২১ ই জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৪টার দিকে দক্ষিনকূল নামকস্থানে উৎপেতে থাকা চিহ্নিত সন্ত্রাসী ইউনুছ গং এর নেতৃত্বে অতর্কিতভাবে উপযপুরী দায়ের কুপে আব্দুল কাদের কে গুরুতর আহত করে। আহত আব্দুল কাদের কে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত অনুমান সাড়ে ৪টার সময় মৃত্যু বরণ করে। নিহতের পিতা মো. ইদ্রিস বাদী হয়ে ইউনুছ কে প্রধান করে ইছহাক, আরিফ প্রকাশ আব্বাস, ছৈয়দ মিয়া, লুতু মিয়া, শাকিলা আক্তার, সোনা খাতুন ও বুলবুল আক্তার সহ ১০ জন কে আসামী করে মহেশখালী থানায় মামলা দায়ের করে। নিহত আব্দুল কাদের (২৫) দক্ষিণকুল এলাকার মো. ইদ্রিসের পুত্র। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা অপরাধীদের কে শিঘ্রই গ্রেপ্তার করা হবে।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবী
নোয়াখালীর সুবর্নচরে অমুসলিম নারীকে নির্যাতন ও ধর্ষনকারীকে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছে লক্ষীপুরে যুবকদের উদ্যোগে আয়োজিত জুমাবারের তাফসির মাহফিলের বক্তারা। সেলিম উদ্দীনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা লুতফুর রহমান। এছাড়া পবিত্র কোরআন থেকে তাফসির করেন সোনাইমুড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির ও মিসর আল আযহার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীপ্রাপ্ত মুফাসসিরে কোরআন শেখ আবুল কালাম আজাদ আযহারী।   আল্লামা লুতফুর বলেন কোরআন মানবতার মুক্তির জন্য। আল কোরআনে সকল ধর্মের মানুষ নিরাপদ। মুসলিম দেশে অমুসলিমরা হচ্ছে আমানত। সে আমানত রক্ষা করতে হবে। তাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। মাওলানা সাইফুল্লাহ মুনীর বলেন দীন প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ্র ভয় সর্বদা হৃদয়ে পোষণ করা প্রকৃত মুনীনের গুনাবলী। কাজেই মুমিন কোরআন সুন্নাহর বিরোধী কোন কাজ করতে পারে না। আজাদ আযহারী বলেন দেশ স্বাধীন হয়েছে ধর্ষন থেকে মুক্তি পেতে নারীরা তাদের অধিকার ফিরিয়ে পেতে। সেই অধিকার পেতে গিয়ে যদি ধর্ষনের স্বীকার তবে তা হবে জাহেলী যুগের চেয়ের ভয়াবহ। দেশকে দেশের স্বাধীনতা রক্ষার্থে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে যাতে মানুষ এর থেকে শিক্ষা নিতে পারে। এছাড়াও মাহফিলে লক্ষীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, কাউন্সিলর জহিরুল আলম শিমুল, মাওলানা মাজহারুল ইসলামসহ অন্যান্য মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ