বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ঢাকা-মাওয়া মহাসড়কে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : কেরানীগঞ্জে ট্রাক চাপায় আফরিন (১৩) ও আফসার উদ্দিন (৯) নামে স্কুল পড়ুয়া দুই সহদোর নিহতের ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবীতে কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর স্ট্যান্ড এলাকায় ঢাকা মাওয়া মহাসড়কের দুই পাশে এ মানববন্ধনে অংশ নেয় প্রয় আর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় সহ¯্রাধিক জনতা। পরে ঢাকা মাওয়া মহা সড়কের আব্দুল্লাহপুর থেকে হাসনাবাদ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে কয়েক সহগ্রাধিক মানববন্ধনকারী। এতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা ঢাকা মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে এবং ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করে ফাঁসি দেয়ার দাবী জানায়। 

মানববন্ধনে অংশগ্রহণকারী বাঘৈর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তানিয়া বলে, নিহত ২ ভাইবোন আমার খেলার সাথী। তাদের খুনির বিচারের দাবীতে রাস্তায় এসে দারিয়েছি। আমরা সকালে বাসা থেকে বের হই, বিকেলে বাসায় ফিরি। সড়কে ট্রাক চালকদের দানবীয় চলাচল আমাদের বাসায় ফেরা অনিশ্চিত হয়ে পরেছে। মানববন্দনে অংশগ্রহণ কারী স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. আবদুল আলী মিয়া বলেন, ট্রাক চাপায় ভাই-বোন নিহত হওয়ার ঘটনা খবই দুঃখ জনক। তাই নিরাপদ সড়কের দাবীতে আমরা মানববন্দনে আংশ গ্রহন করেছি।  নিহতের পিতা মোঃ ডালিম হোসেন বলেন, আমার সন্তানেরা কোন দুর্ঘটনায় মারা যায়নি। ট্রাক চালক আমার চোখের সামনে আমার সন্তানদের হত্যা করেছে। আমি এ হত্যাকান্ডের বিচার চাই। অবিলম্বে ট্রাক চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের জন্য আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। আশা করি দ্রুত তাকে গ্রেফতার করতে পারব। উল্লেখ্য গত সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর মোল্লার পুল এলাকায ট্রাক চাপায় নিহত হয় ২ সহদোর আফরিন (১৩) ও আফসার উদ্দিন (৯)। দুর্ঘটনায় তাদের পিতা মোঃ ডালিম আহত হয়েছে। নিহত আফরিন হাসনাবাদ কসমোপলিটান স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্রী আফসার একই স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।

অনলাইন আপডেট

আর্কাইভ