শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পঞ্চগড়ে কাদিয়ানিদের ইজতেমা বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে আগামী ২২-২৪  ফেব্রুয়ারি অনুষ্ঠেয় কাদিয়ানিদের ইজতেমা বন্ধের দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুওত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ। গতকাল শুক্রবার জাতীয়  প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খতমে নবুওত সংরক্ষণ কমিটি আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ইন্টারনেশনাল খতমে নবুওত মুভমেন্টের মহাসচিব মাওলানা নাজমুল হক প্রমুখ।
সম্মিলিত খতমে নবুওত সংরক্ষণ পরিষদ সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব বলেন, এ  দেশ অসাম্প্রদায়িক, যেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মালম্বীসহ সব মানুষ ধর্ম পালন করেন। তেমনি কাদিয়ানি সম্প্রদায়ও তাদের অনুষ্ঠান পালন করতে পারবে। তবে সেটা হবে সম্মেলন। পঞ্চগড়ে ২২-২৪ ফেব্রুয়ারি কাদিয়ানি সম্প্রদায়ের সম্মেলনকে ইজতেমা হিসেবে পালন করতে পারবে না।
সম্মিলিত খতমে নবুওত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ এর মানববন্ধনমাওলানা ইমতিয়াজ আলম বলেন, অবিলম্বে কাদিয়ানিদেরকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের মতো সংখ্যালঘু হয়ে থাকুক। তাতে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু তারা মুসলমান হিসেবে থাকতে পারবে না। তারা কাফের, তারা মসজিদ ব্যবহার করতে পারবে না। মুসলমানদের যে ধর্মীয় কাজ এগুলো তারা ব্যবহার করতে পারবে না। অনতিবিলম্বে তাদের এই ইজতেমা বন্ধ না করা হলে তাহলে বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ