বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চার দিনের ম্যাচে জিতলো বাংলাদেশ যুব দল

স্পোর্টস রিপোর্টার : চার দিনের ম্যাচেও ইংল্যান্ড যুব দলকে হারালো বাংলাদেশ যুবদল। প্রথম চারদিনের ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালো স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ছোট লক্ষ্য পায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। ১৫২ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ ইংলিশ দল। 

তাতে স্বাগতিকরা ৩৫ রানের লক্ষ্যে নেমে জিতেছে ৮ উইকেটে। দুই ম্যাচের এই সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৫২ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জয়ের জন্য ৩৫ রানের সহজ টার্গেট পায় বাংলাদেশের যুবারা। জবাবে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৮৯ রান করেছিলেন ইংল্যান্ড। ফলে ৪ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিলো ইংলিশরা। এতে ইনিংস হারের শংকায় পড়ে যায় ইংল্যান্ড। ম্যাচের চতুর্থ ও শেষ দিন বাকী ৪ উইকেটে ৬৩ রান তুলে ইনিংস হার এড়ায় ইংল্যান্ড। ১৫২ রানে গুটিয়ে বাংলাদেশের সামনে মাত্র ৩৫ রানের টার্গেট দিতে সক্ষম হয় ইংলিশরা। এই ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জিওর্জি হিল। এছাড়া ২৯ রান আসে লুক হোলম্যানের ব্যাট থেকে। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার মিনহাজুর রহমান ২৮ রানে ৬ উইকেট নেন। জয়ের জন্য ৩৫ রানের টার্গেট ১০ ওভার মোকাবিলা করে স্পর্শ করে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান শূন্য ও অমিত হাসান ১০ রান করে ফিরলেও, শামিম হোসেন ও পারভেজ হোসেন ইমন দলের জয় নিশ্চিত করেন। শামিম ২০ ও পারভেজ ৬ রানে অপরাজিত ছিলেন। ম্যাচের সেরা হয়েছেন বাংলাদেশের মিনহাজুর।

অনলাইন আপডেট

আর্কাইভ