বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বুড়িগঙ্গার ১১৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ উদ্ধার ৩ একর ভূমি

গতকাল মঙ্গলবার লোহারপুল গেট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : বুড়িগঙ্গা আদি চ্যানেলের লোহারপুলে ১১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও তিন একর ভূমি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন এ যৌথ অভিযান চালায়।
গতকাল মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয় জানায়, অভিযানের তৃতীয় পর্যায়ে লোহারপুলের পাশে শহীদনগর বালুঘাট ও কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এদিন দোতলা ভবন তিনটি, আধাপাকা ঘর ৩৮টি, টিনের ঘর ৩৫টি ও টংঘর ৪২টি উচ্ছেদ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট এক হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে।
আজ বুধবার কামরাঙ্গীরচরের নবাবচর এলাকা থেকে বসিলা অভিমুখে বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানায় মন্ত্রণালয়।

অনলাইন আপডেট

আর্কাইভ