শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঝালকাঠিতে কলেজছাত্রী মুক্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এবং বিচারের দাবীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও ছাত্রীরা। বুধবার সকাল ১০টায় শহরের সরকারি মহিলা কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রোফেসর মো. জাহাঙ্গীর হোসেন খান’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রোফেসর সৈয়দ আলী আযম, সহকারী অধ্যাপক ডক্টর মো. শামীম আহমেদ ও কামরুল ইসলাম, প্রভাষক সুরাইয়া পারভিন, শিক্ষার্থী রাশনিয়া তালুকদার, নুসরাত জাহান প্রমুখ। বক্তারা এ নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবীসহ পথেঘাটে নারী শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবী জানায়। উল্লেখ্য, নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের কাপুড়িয়া বাড়ি এলাকায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। গত সোমবার এ হত্যাকান্ড ঘটে। প্রেমের সম্পর্ক ভেঙে দেয়ায় পটুয়াখালীর কলাপাড়ার সোহাগ নামে এক যুবক এ হত্যাকান্ড ঘটিয়ে বলে নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের  করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ