শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

আড়াইহাজারে একই পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম

নারায়ণগঞ্জ সংবাদদাতা: গত বুধবার রাত ১০টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় আশঙ্কা জনক অবস্থায় আশাদ আলী (৪৫) ও আজগর আলী (৪০)কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহত হযরত আলী (৪২), ইমন (১২), হাসিনা (১৫), গাফ্ফার (৪০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। 

হাসপাতাল চিকিৎসাধীন আহত হযরত আলী জানান, জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিন ও তার সহযোগীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তার বাড়ির পাশে তাকে একা পেয়ে অতর্কিত হামলা চালানো হয়। পরে তার ডাকচিৎকারে পরিবারের অন্যসদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায়। এ সময় দা, ছুরি ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। তবে জসিমউদ্দিন হামলার এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বা তার কোনো লোকজন কারোর ওপর অতর্কিত হামলা করেনি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আড়াইহাজার থানার উপ-পরির্দশক মোস্তাফিজ বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ