শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

সুন্দরবন জয় করলো বিয়ন্ড বাউন্ডারি ট্র্রাভেলিং ক্লাব

২১-২৩ ফেব্রুয়ারি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’ জয় করলো বিয়ন্ড বাউন্ডারি ট্র্রাভেলিং ক্লাব। দেশের পর্যটন শিল্পের প্রচারণা ও সংরক্ষণে বিয়ন্ড বাউন্ডারি ট্র্রাভেলিং ক্লাব দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি ছিল বিয়ন্ড বাউন্ডারি ক্লাবের ১২তম ট্যুর। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই ট্যুরে বিয়ন্ড বাউন্ডারির সম্মানিত সদস্য মোঃ মোস্তফা খায়ের, জেনারেল সেক্রেটারি ও ট্যুর ম্যানেজার মনিরুজ্জামান চৌধুরী, ডেপুটি জেনারেল সেক্রেটারি, শাহ মোঃ আবু সাইদ, ট্রেজারার রেজোয়ান খান, গেস্ট মেম্বার তমাল উদ্দনিসহ ভ্রমণপিপাসু ৩৮ জন মেম্বার অংশগ্রহণ করেন। 

‘সুন্দরবন’ ট্যুরে বিয়ন্ড বাউন্ডারি সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম সেন্টার, কটকা, করমজল, কচিখালী বন্যপ্রাণী অভয়ারণ্যসহ আকর্ষণীয় পর্যটন এলাকায় ভ্রমণ ও সুন্দরবন রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে । প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ