শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শাহজাদপুরে ১০ হাজার মানুষের পারাপারে একমাত্র ভরসা বাঁশের সাঁকো

শাহজাদপুরের চরনরিনা-সাতবাড়িয়ার ১০ হাজার মানুষ এই সাঁকো দিয়েই চলাচল করে

এম,এ, জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নরিনা নামক স্থানে হুরাসাগর শাখা নদীর উপর দিয়ে চলাচলের জন্য স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোই ওই এলাকার ৫ গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। গ্রামীণ জনপদের যোগাযোগের ভরসা হিসাবে ব্রিজের বদলে স্বাধীনতার পর থেকে এই জনপদে বসবাসরত প্রায় ১০ হাজার জনসাধারণের হুরাসাগর শাখা নদী পারাপার হতে বাঁশের দিয়ে নির্মাণ করা সাঁকোই তাদের জীবনে আধুনিকতার ছোঁয়ায় অনেক পাওনা। নরিনা, গাড়াদহ, বেলতৈল ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে যোগ হয়েছে নিবিড় বন্ধন হিসাবে এই সাঁকো। উপজেলার নরিনা ইউনিয়নের চর নরিনা, নরিনা, জয়রামপুর, গাড়াদহ ইউনিয়নের টেপড়ি, নবীপুর, বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া, কুটিসাতবাড়িয়া গ্রামসহ এই তিন ইউনিয়নের প্রায় ১০ হাজার লোকের যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন না হওয়ায় রাষ্ট্রের অনেক জরুরি সুযোগ-সুবিধা ও সেবা থেকে বঞ্চিত রয়েছে এই তিন ইউনিয়নের বাসিন্দা। বর্ষা মৌসুমে নৌ-পথে যোগাযোগ সহজ হলেও শাখা নদীটি নাব্যতা সঙ্কটের কারণে শুকিয়ে গেলে বাঁশের সাঁকোয় একমাত্র ভরসা হয়ে দাড়ায়।  যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকতার যুগে স্বাধীনতার ৪৫ বছর পার হলেও নরিনা  নদীর উপর দিয়ে পারাপারের জন্য একটি ব্রিজ নির্মাণের অভাবে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো অথবা নৌকা দিয়ে প্রতিদিন পারাপার হয় প্রায় ৫ গ্রামের কৃষক-শ্রমিক, স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রীসহ প্রায় ১০ হাজার জনগণ। কিন্তু সেই সাঁকোটি বেশ কিছুদিন ধরে সংস্কার না করায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় স্কুলগামী কোমলমতি ছাত্রছাত্রী ও বৃদ্ধ-বণিতা চলাচলের সময় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। এমনকি বৃষ্টিপাত শুরু হলেই নদীর দুই পাড়ে কাঁদা-পানিতে একাকার হওয়ার কারণে সাঁকো থেকে পিছলে পানিতে পড়ে গুরুতর আহত হওয়ার মতো ঘটনা ঘটে। এ ব্যাপারে নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক  জানান, চর নরিনা শাখা নদীটি গভীর হওয়ায়  আর ব্রীজ না থাকায় এখানে  বাঁশের সাঁকো এলাকাবাসীর চলাচলের ভরসা। সরকারের পক্ষ থেকে এখানে একটি ব্রীজ নির্মাণ করা জরুরী। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবিহিত করেছি।

অনলাইন আপডেট

আর্কাইভ