বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ফিলিং ষ্টেশনের নামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময়  ফিলিং ষ্টেশন নামে অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও ওজনে তেল কম দেয়ার অপরাধে  ২৫ হাজার  টাকা জরিমানা করা হয়। সম্প্রতি  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:গোলাম রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর ফায়ার সাভির্স ষ্টেশন অফিসার সৈয়দ সাইফুল্লা।
জানা গেছে,দীর্ঘদিন ধরে মের্সাস চিরিরবন্দর ফিলিং ষ্টেশন অবৈধভাবে এলপি গ্যাস  সিলিন্ডার  বিক্রি ও  রাণীরবন্দর রশিদ ব্রাদার্স  ফিলিং ষ্টেশন ওজনে তেল কম দিয়ে  বিক্রি করে আসতেছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী বলেন,  অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও ওজনে তেল কম দিয়ে বিক্রি করায় এ জরিমানা করা হয় । ভবিষ্যতে অবৈধভাবে সিলিন্ডার  গ্যাস বিপনন ও ওজনে তেল কম দিয়ে বিক্রি করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:গোলাম রব্বানী।

অনলাইন আপডেট

আর্কাইভ