শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

‘ভারতের মুসলিমরা যেন ভাড়াটিয়া’

১৩ মার্চ, এএনআই : ভারতের মুসলিমদের সঙ্গে ভাড়াটিয়ার মতো আচরণ করা হয় বলে মন্তব্য করেছেন দেশটির সমাজবাদী পার্টির নেতা আজম খান। খবর এএনআই'র। সংবাদসংস্থা এএনআইকে সোমবার আজম খান বলেন, একটা সময় আরএসএস বলত তারা মুসলিমদের সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে ছাড়বে। কিন্তু এখন বলতেই হচ্ছে দেশে মুসলিমদের অবস্থা ভাড়াটিয়ার মতো।

রমজান মাসে ভোট হওয়ায় এই নেতা ক্ষোভ প্রকাশ করে জানান, ভোটের দিন ঘোষণার পর তা পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু দিন ঘোষণার আগে নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি জানত। এছাড়া এসময় সমাজবাদী পার্টির এই নেতা বিজেপির কড়া সমালোচনা করেন। এনআইএকে আজম খান বলেন, প্রথমবার কেউ সার্জিক্যাল স্ট্রাইকের নামে ভোট চাইতে যাবে। তার মানে সেনাদের জীবনের উপর ভোট চাওয়া হচ্ছে। গত ১০ মার্চ ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের সময়সূচি প্রকাশ করে দেশটির নির্বাচন কমিশন। এবারে ভারতে মোট ৭ দফায় লোকসভা নির্বাচন হবে। ১১ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ