শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করতে যাচ্ছে উত্তর কোরিয়া

রয়টার্স : যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা বাতিল করতে যাচ্ছে উত্তর কোরিয়া। মার্কিন দাবিগুলো মেনে নেয়ার ব্যাপারে পিয়ংইয়ংয়ের কোন ইচ্ছা নেই বা এ ব্যাপারে আলোচনার ব্যাপারে চুক্তিবদ্ধ হওয়ারও কোন আগ্রহ নেই বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী চোয় সন হুইয়ের সংবাদ সম্মেলনের বরাতে জানিয়েছে রুশ গণমাধ্যম তাস। তাস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা বাতিলের ব্যাপারে শিগগিরই দেশটির নেতা কিম জং উন আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত ২৭-২৮ ফেব্রুয়ারি কিমের কার্যত একটি ব্যর্থ বৈঠকের পরই পিয়ংইয়ং তাদের পরমাণু অস্ত্র ত্যাগ না করার ব্যাপারে আভাস দিয়েছিলো। এদিকে, চীনের পার্লামেন্ট সেশন শেষে বার্ষিক সংবাদ সম্মেলনেও উত্তর কোরিয়া নিয়ে মন্তব্য করেছেন দেশটির প্রিমিয়ার লি কেকিয়াং। তিনি শুক্রবার বলেন, উত্তর কোরিয়া উপদ্বীপের জটিলতা কারো একক সমস্যা নয়। তাই এই এলাকার সমস্যা এক ঘাতে শেষ হবে না। উল্লেখ্য, কোরিয়া অঞ্চলকে পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবিতে কিমের সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠকটি হয়েছিলো গত ১২ জুন সিঙ্গপুরে। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা হলেও ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় বৈঠকটি কোনরকম চুক্তি ছাড়াই সমাপ্ত হয়েছিলো।

অনলাইন আপডেট

আর্কাইভ