শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মেহেরপুরে প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধন

মেহেরপুর সংবাদদাতা, ১৬ মার্চ : “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা পর্যায়ে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার জেলা শিল্পকলা একাডেমী চত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ভয় দেখিয়ে নয় ভালোবেসে ও ¯েœহ দিয়ে কোমলমতী শিশুদের মেধাকে বিকশিত করতে হবে। তিনি আরো বলেন শিক্ষকরা হচ্ছে মানুষ তৈরির কারিগর। তাই আদর্শ ও দেশ প্রেমিক নাগরিক তৈরিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। এসময় সেখানে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, খুলনা প্রাথমিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মেহেরুন নেছা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন উপস্থিত ছিলেন। জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এনজিও কর্মকর্তারা আলোচনা সভা ও মেলায় অংশ নেয়। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। মেলাতে প্রাথমিক শিক্ষার বিভিন্ন উপকরণ প্রদর্শনী করা হয়। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ