ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের স্মরণে প্রার্থনায় নিউজিল্যান্ডের হাজারো মানুষ

ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন নিউজিল্যান্ডের হাজার হাজার মানুষ। ছবি: এপি

সংগ্রাম অনলাইন ডেস্ক: ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় নিহতদের স্মরণে খ্রিস্টানদের রবিবারের প্রার্থনায় হ্যাগলি পার্কে জড়ো হয়েছেন নিউজিল্যান্ডের হাজার হাজার মানুষ।

ধর্মীয় প্রার্থনা, গান, বক্তব্যের মধ্য দিয়ে তারা নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

হুইল চেয়ারে চড়ে প্রার্থনায় হাজির হন ২১ বছর বয়সী মুস্তফা বোজতাস নামে এক মুসলিম তরুণ, যিনি আল নূর মসজিদে হামলায় পায়ে গুলিবিদ্ধ হন।

বোজতাস বলেন, ‘এটি অত্যন্ত সুন্দর দৃশ্য যে অন্য সম্প্রদায়ের এতো মানুষ হামলায় নিহতদের স্মরণে প্রার্থনা করছেন। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ।’

কর্মকর্তারা জানান, হ্যাগলি পার্কের একটি মঞ্চে প্রায় ৪০ হাজার মানুষ প্রার্থনা অংশ নিয়েছেন। কানাডার বিখ্যাত গায়ক ব্রায়ান অ্যাডামসের একটি কনসার্টের জন্য মঞ্চটি প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ক্রাইস্টচার্চের ভয়াবহ হামলার পর অনুষ্ঠানটি বাতিল করা হয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ব্রেন্টন ট্যারেন্ট নামে এক উগ্রবাদী শ্বেতাঙ্গ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ৫০ জন নিহত ও অর্ধ-শতাধিক গুলিবিদ্ধ হন।-ইউএনবি

অনলাইন আপডেট

আর্কাইভ