ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

অগ্নিনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ফায়ার ডোর

সংগ্রাম অনলাইন ডেস্ক:

ফায়ার ডোর বা অগ্নিপ্রতিরোধক বিশেষ দরোজা গুরত্বপূর্ণ একটি অগ্নি নিরাপত্তা পণ্য।একটি আগুন, পানি, তাপ ও শব্দ নিরোধক দরোজা। এটি আগুন এবং ধোঁয়া প্রতিরোধে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে।

ফায়ার ডোরের গুরুত্বঃ

১। জীবন এবং সম্পদের সুরক্ষায় ফায়ার ডোর রাখতে পারে কার্যকরী ভূমিকা।

২। আগুন থেকে ভবনের সুরক্ষায় ফায়ার ডোর অন্যতম সেরা কৌশল হিসেবে বিবেচিত হয়ে থাকে।

৩। ভবনের নির্গমন পথ (সিঁড়ি ও করিডোর) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান কে রক্ষা করার জন্যে ফায়ার ডোর ব্যবহার করা হয়।

৪। ভবনের বিভিন্ন অগ্নি দুর্ঘটনাপ্রবণ স্থানকে স্বতন্ত্র রাখতে ফায়ার ডোর ব্যবহৃত হয়।

৫। ভবনে আগুন লাগলে একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে আগুন ছড়ায় দরজা ও জনালা দিয়ে এবং ধোয়া দরজা দিয়ে এসে সিড়ি ব্লক করে ফেলে যার জন্য বের হতে বেশীর ভাগ লোক অক্সিজেনের অভাবে মারা যায়।যদি ফায়ার ডোর লাগানো থাকে তবে ধোয়া সিড়ি ব্লক করতে পারবেনা ফলে আটকা পরা লোকজন সিড়িদিয়ে নিশ্চিন্তে নিরাপদ আশ্রয়ে যেতে পারবে।

ফায়ার ডোর দুই পার্টের হয়- সিঙ্গেল পার্ট এবং ডাবল পার্ট।

সিঙ্গেল পার্টের সাইজ ৪ বাই ৭ ফুট এবং ডাবল পার্টের সাইজ ৮ বাই ১০ ফুট।দাম সিঙ্গেল পার্ট এক লাখ বা তার চেয়ে একটু বেশি, এবং ডাবল পার্ট দেড় থেক দুউ লাখের মত।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ