শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অবস্থান স্পষ্ট করলেন সৌরভ গাঙ্গুলী

স্বার্থজনিত সংঘাত বা কনফ্লিক্ট অব ইনটারেস্টের ঝামেলায় ফেলে দেয়া হয়েছিলো সৌরভ গাঙ্গুলীকে। পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েও দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা পদে আসীন তিনি। একই সঙ্গে দুই পদে আছেন দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ করে তিন ক্রিকেট ভক্ত।

এর স্পষ্ট উত্তর দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক। সৌরভ গাঙ্গুলী তার উত্তরে স্পষ্টই জানিয়ে দিয়েছেন কোনোভাবে আইন ভঙ্গ করছেন না তিনি। একই সঙ্গে তার এই কর্মকা-ের সঙ্গে সম্পর্ক নেই স্বার্থজনিত সংঘাতের। ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পাল ডিকে জেইনকে চিঠি দিয়ে স্পষ্ট করেছেন তার অবস্থান। তিনি জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো পদে আসীন নই। এই বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের কোনো কমিটির সদস্য নই। এমনকি আইপিএলের কোনো কমিটি, সংগঠন বা ম্যানেজমেন্টের সঙ্গেও যুক্ত নই যাদের সঙ্গে বিসিসিআই-এর গঠনতন্ত্রের সরাসরি সম্পর্ক আছে।’ এর আগে পশ্চিমবঙ্গের তিন ক্রিকেট ভক্ত পৃথকভাবে বিসিসিআই ন্যায়পাল ও সাবেক বিচারপতি ডিকে জেইনের কাছে অভিযোগ জানান। তারা সৌরভ গাঙ্গুলীর একই সঙ্গে দুই জায়গায় পদে থাকার বিষয়ে প্রশ্ন তোলেন। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ