শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

শিরোপা জেতা হলো না আজারেঙ্কার

তিন বছর পর কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠার কৃতিত্ব দেখিয়েছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রতিশ্রুতি দিয়েছিলেন ছন্দ ধরে রাখার। অপ্রত্যাশিত চোট কেড়ে নিলো সেই সম্ভাবনা। মন্টেরে ওপেনের ফাইনালে পায়ের চোটের কারণে প্রত্যাহার করে নিয়েছেন নিজেকে। ফলে শিরোপা ঘরে তুলেছেন গারবিন মুগুরুজা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুগুরজার কাছে প্রথম সেটে হেরে শুরু করেছিলেন আজারেঙ্কা। ৬-১ গেমে হারার পর পর মেডিক্যাল টাইম আউট নিয়েছিলেন ডান কাফ মাসলে চোট অনুভব করায়। দ্বিতীয় সেটে চোট ভুগিয়েছে তাকে। ৩-১ এ পিছিয়ে থাকার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি।গত কয়েকটা বছর ঝঞ্ঝাবিক্ষুব্ধ গেছে আজারেঙ্কার। তার সবশেষ এককের ফাইনাল ছিলো ২০১৬ সালের এপ্রিলে। সেবার ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন দুটো শিরোপাই ঘরে তুলেছিলেন। এর দুই সপ্তাহ পরই ঘোষণা দেন মা হতে চলেছেন তিনি। সেই বছরের শেষে ছেলে লিওকে জন্ম দেওয়ার পর থেকে নানা ঝামেলা ঘিরে ধরে তাকে। তাই শিরোপার এত কাছে গিয়েও তা জিততে না পারায় চোখ ভিজে উঠেছিলো আজারেঙ্কার। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ