বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

কবিতা

নজরুলের অবয়ব

আমিন আল আসাদ

[বিশিষ্ট নজরুল গবেষক শাহাবুদ্দীন আহমদ স্মরণেষু]

 

চিত্তে ধারণ করেছিলেন নজরুলের চেতনা

‘লা-শারীক আল্লায় দৃঢ় ঈমান ছিলো তাঁর

নজরুলের মতোই সয়েছেন জীবন যাতনা

হাসিমুখে বহন করেছেন ভার বেদনার

 

তিনিতো ছিলেন জাতীয় কবির স্পষ্ট ফটোকপি

বৃদ্ধবয়সী নজরুলের-ই অবিকল পোর্ট্রটে

যেনো ডায়াসে দাঁড়ানো আবৃত্তি রত স্বয়ং কবি

অবিরাম বেজে ওঠা ‘ঝর’, অগ্নিবীনার, রেকর্ড

 

স্বার্থপর সমাজ শুষে নিয়েছে তাঁর সমস্ত প্রতিভা

বিনিময়ে তাকে কিছুই দেয়নি ভন্ডের দল

নিকটজনেরা দিয়েছে সম্মান কিঞ্চিৎ যদিওবা

দূরীভূত হয়নি তবুও কঠিন জীবনের ধকল

 

অর্থগৃধ্মু লোভীদের কাছে গুণের নেই কদর

বিবেকের ইতিহাসে তথাপি অটুট তিনি-অমর

অনলাইন আপডেট

আর্কাইভ