শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণ

২৩ এপ্রিল, রয়টার্স : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জার কাছে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে গতকাল মঙ্গলবার সকালের এই ঘটনা কোনো সন্ত্রাসী হামলা নয়, বোমা স্কোয়াডের কর্মকর্তা একটি ভ্যানে পাওয়া বোমা নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে।

এ বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যাওয়া চেষ্টা করে।

এর আগে সোমবার কলম্বোর পেটায় বাস্তিয়ান মাওয়াথা প্রাইভেট বাস স্টেশন থেকে ৮৭টি বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছিল পুলিশ, জানিয়েছে বিবিসি।

এর আগে কলম্বোর অন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকেও শক্তিশালী একটি পাইপ বোমা উদ্ধার হয়েছিল।

রোববার ইস্টার সানডে পরবের দিন শ্রীলঙ্কাজুড়ে আটটি বোমা হামলায় অন্তত ৩২১ জন নিহত ও সাড়ে ৫০০ লোক আহত হয়।

এক দশক আগে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগাররা উৎখাত হওয়ার পর এমন ভয়াবহ হামলা আর দেখা যায়নি শ্রীলঙ্কায়।

অনলাইন আপডেট

আর্কাইভ