শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন তুলে ধরে সাংবাদিক সম্মেলন

দিলওয়ার খান : নেত্রকোণার ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন তোলে ধরে সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। এ সময় নেত্রকোণা জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সাংবাদিক ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।    
নেত্রকোণার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়। ১৮৮২ খ্রীষ্টাব্দে ৩রা জানুয়ারী শিশুদের শিক্ষা দানের জন্যে একটি পাঠশালা স্থাপন করেন। গঙ্গাচরণ চ্যাটার্জির  ঐকান্তিক প্রচেষ্টায় পাঠশালাটি এমই স্কুলে রূপান্তরিত হয়। ১৮৮৭ সালে ১লা জানুয়ারী নেত্রকোণা পৌরসভা স্থাপিত হয়। পৌরবাসীর ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন ময়মনসিংহ জেলার সুযোগ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর প্রখ্যাত ঐতিহাসিক ও উপন্যাসিক রমেশ চন্দ্র দত্ত (আই,সি,এস,সি,আই,ই) ১৮৮৯ খ্রীষ্টাব্দে ৬ ফেব্রুয়ারী প্রতিষ্ঠানটি ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং তারই উপাধি ধরে এর নাম করণ করা হয় দত্ত হাই স্কুল। বর্তমানে অবকাঠামো, প্রযুক্তিগত, স্থায়ী ও অস্থায়ী সম্পদের দিক দিয়ে এটি বাংলাদেশের একটি অন্যতম অত্যাধুনিক বিদ্যাপীঠ। পাঠদান প্রক্রিয়াতেও প্রতিষ্ঠানটি প্রশংসনীয়। বর্তমানে শিশু শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত বালক-বালিকা শাখায় পাঠদান চালু আছে। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষকের সংখ্যা ৮৬ জন। ২০১৯ সালে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৬০৯ জন। ২০১৮ সালে জেএসসি পাশের হার ৯৩%, জিপিএ ৫ পেয়েছে ২৫ জন, মোট ছাত্র ৪৯৫ জন, পাশ করেছে ৪৬৩ জন, ২০১৮ সালে এসএসি ৪৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪০৮ জন, জিপিএ ৫ পেয়েছে ৬৫ জন, স্কুলের সাধারণ তহবিলে ৬৯,২৪,৪৫৮.৬৫ টাকা, স্থায়ী আমানত ১ কোটি ২ লক্ষ টাকা এছাড়াও স্কুলের মার্কেট অন্যান্য উৎস থেকে বছরে বিশাল অংকের আয় সৃষ্টি হয়েছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত শিক্ষায় যেমন এগিয়েছে তেমনি বিদ্যালয়টির অবকাঠামো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ