শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় চাঁদাবাজির অভিযোগে কথিত ৫ সাংবাদিককে গণধোলাইয়ের পর থানায় সোপর্দ

খুলনা অফিস : খুলনা মহানগরীর গিলাতলা দক্ষিণপাড়া এলাকায় সেফা মিনারেল ওয়াটার কোম্পানিতে চাঁদা না পেয়ে কোম্পানির মালিক মাওলানা আবুল বাশার ও ম্যানেজারকে মারধরের সময় আটক কথিত পাঁচ সাংবাদিককে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে খানজাহান আলী থানা পুলিশের কাছে তাদেরকে সোর্পাদ করা হয়। গত রোববার রাতে তাদের মামলা প্রস্তুতি নেয়া হলেও মুচলেকা এবং থানায় জিডির মাধ্যমে রফাদফা করে তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।
কোম্পানির মালিক শিরোমনি দক্ষিণপাড়া বায়তুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার জানান, নাম সর্বস্ব একটি অনলাইনের সম্পাদক পরিচয়দানকারী আবু হামজা বাধন, তার আবু দাউদ ইমরান, শেখ ইউনুছ আলী, আবু জাফর এবং মো. মনিরুজ্জামান বেশ কিছু দিন যাবত ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না পেয়ে দু’দিন আগে এরা কোম্পানিতে এসে ৫০ হাজার টাকা না দিলে ম্যাজিস্ট্রেট দিয়ে সীলগালা করে দেওয়ার হুমকি দেন। রোববার দুপুর পৌণে দুইটার দিকে কোম্পানিতে এসে তারা টাকা না পেয়ে ম্যানেজার মো. জসিমকে মারধর করে। এ সময় আমি ঠেকাতে গেলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। তিনি জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা করার ইচ্ছা থাকলেও এলাকার জনপ্রতিনিধিদের কারণে মামলা করিনি। স্থানীয় আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর হাফিজ খান বলেন, হুজুর পানির ব্যবসা শুরু করায় বিভিন্ন অভিযোগ করে কয়েক দফায় কোম্পানিতে এসে চাঁদা দাবি করেছিলো ওই সাংবাদিকরা। ঘটনার দিন টাকা না দেওয়ায় মালিকের উপর হামলা চালালে স্থানীয়রা তাদেরকে আটকের পর পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর কাছ থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে স্থানীয় জনপ্রতিনিধি এবং উভয়পক্ষের উপস্থিতিতে মুচলেকা এবং জিডির মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে খানজাহান আলী থানায় জিডি করা হয়েছে (নং ৮৫৯)।

অনলাইন আপডেট

আর্কাইভ