শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

উজবেকিস্তান যাচ্ছে আজ টেনিস দল

স্পোর্টস রিপোর্টার: আইটিএফ এশিয়ান অনুর্ধ ১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপস ২০১৯ : ডিভিশন-১’ টেনিস প্রতিযোগিতা আগামী ০৫-১৮ মে  পর্যন্ত উজবেকিস্তানের তাসকান্দে অনুষ্ঠিত হবে। আইটিএফ এশিয়ান ডিভিশন-১ প্রতিযোগিতায় এ বছর এশিয়ার অনুর্ধ ১৪ গ্রুপের টপ র‌্যাংকিং দেশ সমূহ : চায়না, চাইনিজ তাইপে, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কাজাখস্তান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, শ্রীলংকা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনাম প্রত্যেকটি দেশ থেকে ৩ জন বালক ও ৩ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহন করবে। এছাড়াও থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ ১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপস ২০১৯ : ডিভিশন-২’ এর দুটি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী খেলোয়াড়দের মধ্যে  বাছাইকৃত খেলোয়াড়দের সমম্বয়ে গঠিত আইটিএফ দল প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। আইটিএফ দলের জন্য নির্বাচিত বাংলাদেশের খেলোয়াগণ হচ্ছেন : মাহাদী হাসান আলভি (বালক), মো: রুম্মান হোসেন (বালক) ও মাসফিয়া আফরিন (বালিকা) এবং বাংলাদেশের প্রশিক্ষক : মো: মোজাহিদুল হক, চীফ কোচ, বাংলাদেশ টেনিস ফেডারেশন। 

অনলাইন আপডেট

আর্কাইভ