বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

স্মিথ-ওয়ার্নারকে নম্র হতে হবে : ল্যাঙ্গার

অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ফেরায় দলে উদ্দীপনা সৃস্টি হয়েছে, উত্তেজনা নয়। তবে নেতৃত্ব হারানোর পর এ জুটিকে ‘ন¤্রতার বিকাশ’ ঘটানো শিখতে হবে বলে উল্লেখ করেন কোচ।বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে এক বছরের নিষিদ্ধাদেশ শেষ হওয়ার পর গত মাসে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নির্বাচিত হন সাবেক অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার। তবে তাদেরকে এখন অধিনায়ক এ্যারন ফিঞ্চ ও একটি নতুন নেতৃত্ব বলয়ের অধীনে খেলতে হবে।

সম্পর্ক স্বাভাবিক বা সহজতর করতে গত মাসে দুবাইয়ে দলের সঙ্গে সাক্ষাতের পর এ জুটি গতকাল ব্রিজবেনে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন। এ্যালান বোর্ডার স্টেডিয়ামে সাংবাদিকদের ল্যাঙ্গার বলেন, ‘সত্যি বলছি, দলে কোন উত্তেজনা নেই। এ দুজন ফেরায় আমরা অত্যন্ত উৎফুল্ল কেবলমাত্র ক্রিকেট খেলার বিষয়ে আমরা অনেক বেশি উৎফুল্ল।’ ইন্টারনেট।

 

অনলাইন আপডেট

আর্কাইভ