শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সিরিয়ায় মোবাইল ক্লিনিক চালু করল তুরস্ক

১৯ মে, আনাদুলো : উত্তর সিরিয়ায় মোবাইল ক্লিনিকসেবা চালু করেছে তুরস্কের রেড ক্রিসেন্ট, যা স্থানীয়ভাবে কিজিলে নামে পরিচিত।

শনিবার সিরিয়ার আজাজ জেলার ফ্রেন্ডশিপ রিফিউজি ক্যাম্পে এটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক ও তুরস্কের সীমান্তবর্তী কিলিস প্রদেশের ডেপুটি গভর্নর হাকান ইয়াভুজ এরদোগান।

কেরেম কিনিক বলেন, আমাদের মোবাইল ক্লিনিকগুলো থেকে সহজেই সেবা দেয়ার জন্য থাকবে মোবাইল হেলথ ট্রাক, একটি চক্ষু ক্লিনিক এবং দুটি ডেন্টাল ক্লিনিক।

এটি বিশেষ করে ক্যাম্পগুলোসহ যেখানে প্রয়োজন হবে সেখানেই গিয়ে স্বাস্থ্যসেবা সরবরাহ করবে।

ক্যাম্পগুলোতে বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ক্লিনিকগুলোতে ওষুধ, রেডিওলজি, পেডিয়াট্রিক ও পরীক্ষাগার ইউনিট থাকবে।

এই ক্লিনিকে প্রতিদিন প্রায় ৫০০ রোগী সেবা নিতে পারবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ