শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ধানের মূল্য কম, কৃষকরা ক্ষতিগ্রস্ত নেত্রকোনায় মানববন্ধন

দিলওয়ার খান: শষ্য ভান্ডার হিসেবে খ্যাত নেত্রকোনায় কৃষকরা এবার ধান আবাদ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধানের মূল্য কম থাকায় তারা উৎপাদন খরচ উঠাতে পারছেন না। নেত্রকোনা জেলায় প্রচুর পরিমাণ ধানের আবাদ হয়। এবার ধানের বাজার মূল্য কম থাকায় কৃষকরা ধান আবাদ করে ক্ষতির সম্মুখিন হয়েছেন। একাধিক কৃষক জানান, এক কাটা জমিতে চার থেকে ৫ মণ ধান আবাদ হয়েছে। তাদেরকে প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে ৪৫০ থেকে ৪৮০ টাকায়। অথচ এক কাটা জমিতে ধানের আবাদ করতে এবং কাটা ও মাড়াই করা পর্যন্ত ১৮০০ টাকা থেকে ১৯০০ টাকা খরচ হয়। এতে করে কৃষকদের কোন লাভ হয় না। সরকার এবার প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা নির্ধারণ করেছে। এ হিসেবে প্রতি মণ ধানের দাম ১০৪০ টাকা। কিন্তু কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় না করায় ন্যায্য মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। নেত্রকোনার ধান ব্যবসায়ী ইদ্রিস মিয়া বলেন, আমরা খুব অসুবিধের মধ্যে আছি। বাজার উঠা নামা করছে। কদিন আগে ছিল মণ প্রতি ৫০০ টাকা থেকে ৫১০ টাকা। এখন ধান কিনতে হচ্ছে ৪৫০ টাকা থেকে ৪৮০ টাকা ধরে। বাজার উঠা নামার কারণে আমাদের ক্ষতি হচ্ছে। নেত্রকোনা সদর উপজেলার  বামনমোহা গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ধান চাষ কইরা আমাদের কোন লাভ হয়নি। আমাদের খরচই উঠছে না। সরকার ধানের যে মূল্য দিয়েছে তা আমরা পাইতাছি না। ধান আবাদ কইরা লাভ নেই। এদিকে ধানের ন্যায্য মূল্যের দাবিতে হাতে ধান নিয়ে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঐক্য ন্যাপ জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে এ মানববন্ধন পালন করা হয়। “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানে মানববন্ধনে নেতাকর্মীরা জমির পাকা ধান হাতে নিয়ে অংশ নেন মানববন্ধনে - ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য অলিজা হাসান, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কদ্দুস, সম্পাদক  আবু জাহিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান। এছাড়াও কৃষকরা সেচ্ছায় মানব বন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকায় এই দেশ জিডিপিতে উন্নীত হতে পারতো না। এটা এনে দিয়েছে এই কৃষকরা। কাজেই সরকারকেই এখনকার কৃষকদেরকে বাঁচাতে ব্যবস্থা নিতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ