শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পরিচ্ছন্নতা কার্যক্রমে জনসচেতনতা বিষয়ে সংবাদ সম্মেলন

লালমনিরহাট সংবাদদাতা : বৃহস্পতিবার লালমনিরহাট প্রেস ক্লাব হল রুমে শহরে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, পৌর কর্তৃপক্ষের যথার্থ সময়ে বর্জ্য অপসারণ এবং নগরের  পরিচ্ছন্নতা কার্যক্রমে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ডেমোক্রোসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো: আবু সুফিয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মলিনা ইয়াসমিন, জাতীয় মহিলা পার্টির পাটগ্রাম উপজেলা কমিটি আহবায়ক ইসরাত জাহান ও জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক নিলিমা রানাী সম্মিলিতভাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে মো: আবু সুফিয়ান বলেন, রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পৌরসভা একটি গুরুত্বপূর্ন শহর হিসেবে পর্যাপ্ত ডাস্টবিন  যথার্থ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অভাব রয়েছে। তা দ্রুত নিরসন ও সঠিক ভাবে ডাস্টবিনে বর্জ্য  ফেলানোর জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়ার রিয়াজুল ইসলাম রিন্টু বলেন, লালমনিরহাট পৌরসভার মোট জন সংখ্যা ৯০ হাজার। ডাস্টবিন রয়েছে শতাধিক। আরো ডাস্টবিন স্থাপন করা হবে। তবে বাসা বাড়ীর বর্জ্য সঠিকভাবে ডাস্টবিনে ফেলানোর আহবান জানান। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির  সদস্য সচিব সেকেন্দার আলী, বিএনপির মহিলা দলের সেক্রেটারী নুপুর, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক বেগম জিল্লে আরশে এলাহী ও প্রোগ্রাম ম্যানেজার ছদরুল ইসলাম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ