শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইসিসির ফেসবুক কভারে বাংলাদেশের সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক : গত রোববার দক্ষিণ আফ্রিকাকে বিপক্ষে দুর্দান্ত জয় পেলো বাংলাদেশ। ম্যাচে দু’টি উইকেট নেন সাইফউদ্দিন। তার জোড়া আঘাতেই ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। কেনিংটন ওভালে দ. আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান করে জয় পায় বাংলাদেশ।  এজয়ের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভ্যারিফাইড ফেসবুক পেইজের কভারে জায়াগা পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ছবি।এর আগে টস হেরে প্রথমে ব্যাট করা ৩৩০ রান সগ্র্রহ করে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ৩৩০ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান সগ্র্রহ করে প্রোটিয়ারা।ম্যাচে সাইফউদ্দিন শিকার হয়ে ফিরেন রাসি ভ্যান ডার ডুসেন এবং আন্দিলে ফেলুকায়ো। আউট হওয়ার আগে ডুসেন ৩৮ বলে ৪১ রান এবং আন্দিলে ১৩ বলে রান রান করেন। ম্যাচে ৮ ওভার বল করে ১ মেইডেনসহ ৫৭ রানে দুই উইকেটন তিন। আর তাতেই জায়গায় আইসিসির ভ্যারিফাইড ফেসবুক পেইজের কভারে জায়াগা পেয়ে যান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ