শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রোজা রেখেই খেলেছেন মুশফিক মাহমুদউল্লাহ মিরাজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। আর এই ম্যাচে জয় তুলে নেওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ- যাদের সবাই রোজা রেখেই খেলেছেন এই ম্যাচ।পবিত্র রমজান মাসেই শুরু হয়েছে বিশ্বকাপ। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে (সম্ভাব্য) ঈদের দিন। কিন্তু আসরে নিজেদের প্রথম ম্যাচে ছিল রোজা। বিদেশ সফররত অবস্থায় রোজা পালনে সীমাবদ্ধতার সুযোগ থাকলেও বাংলাদেশ দলের তিন ক্রিকেটার মুশফিক, রিয়াদ ও মিরাজ এদিন রোজা রেখেই খেলেছেন ম্যাচ।ইংল্যান্ডের লন্ডনে রোজা রাখার ক্ষেত্রে উপোষ থাকতে হয় প্রায় ১৯ ঘণ্টা। দীর্ঘ এই সময় উপোষ থেকে ক্রিকেটের মত শারীরিক খেলা চালিয়ে যাওয়া নির্দ্বিধায় কঠিন। সেই কঠিন কাজটিই  রোববার করে দেখিয়েছেন মুশফিক, রিয়াদ ও মিরাজ। শুধু তাই নয়, দলকেও তারা এদিন এনে দিয়েছেন জয়। দলের জয়ে এই তিন ক্রিকেটারেও ছিল বড় অবদান।

ব্যাট হাতে মুশফিকই এদিন ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার।চতুর্থ ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ৮০ বলের মোকাবেলায় ৭৮ রানের ঝলমলে ইনিংস খেলেন মুশফিক, যে ইনিংসে ছিল ৮টি চার। শেষদিকে ৩৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সগ্র্রহ বড় করতে বড় ভূমিকা রেখেছিলেন রিয়াদ। আর বড় স্কোর তাড়া করতে নামা প্রোটিয়া ব্যাটসম্যানদের বিপক্ষে মিরাজ ১০ ওভারে বিলি করেছেন মাত্র ৪৪ রান, পাশাপাশি শিকার করেছেন প্রতিপক্ষ অধিনায়ক ফাফ ডু প্লেসিসের উইকেটও; যিনি এদিন ছিলেন প্রোটিয়াদের সর্বোচ্চ স্কোরার (৬২)।

অনলাইন আপডেট

আর্কাইভ